Please enable JavaScript.
Coggle requires JavaScript to display documents.
শিশু কিশোরদের মনের স্বাস্থ্য - Coggle Diagram
শিশু কিশোরদের মনের স্বাস্থ্য
শৈশবের বিকাশ
চারপাশ সম্পর্কে ধারণা (কগনিশন): যেমন: বাংলাদেশ খুব খারাপ, এদেশের কোনো কিছুই ভালো না। এদেশের সবাই খুব দুর্নীতি করে।
আবেগ এর বিকাশ (ইমোশনাল ): যেমন- ছেলেদের কাদদেত হয়না, মেয়েদের এত জোরে হাসতে হয়না জাতীয় - ইমোশনকে সাপ্রেস করে রাখা ।
নৈতিকতার বিকাশ: বাবা মায়ের মিথ্যে বলা, তাদের পারস্পরিক সম্পর্ক, ব্যক্তিজীবন আর সামাজিক মুখোসের মধ্যে পার্থক্য
প্যারেন্টিং
বাবামায়ের ধরণ
পারিবারিক কাঠামো
schooling
physical
বাবা মা এর অভিযোগগুলো
আমার সন্তান পড়তে চায়না, পড়ায় মন নাই
সারাদিন মোবাইল/কম্পিউটারে ব্যস্ত
রাতে জেগে থাকে, দিনে ঘুমায়
ও কি নেশা করে ?
ওর অনেক রাগ । ধুমধাম ঘরের দরজা বন্ধ করে
আমি ভালো কোনো কথা বললেই সে ঝাঝিয়ে উঠে। আমাদের সাথে খারাপ ব্যবহার করে
বন্ধুরা ওর জান। খালি বন্ধু আর বন্ধু
মিথ্যা কথা বলে
মেয়ে কি প্রেম করছে ? সরাদিন ফোনে কথা বলে।
রাগ করে হাত পা কাটে, প্রায়ই ঘুমের ওষুধ খায়
না বলে আমার ব্যাগ থেকে টাকা পয়সা নিয়ে যায়
এর মোবাইলে ও খারাপ ছবি/ভিডিয়ো দেখে । আমি নিজে একদিন হাতে নাতে ধরেছি
ওকে এক কথা বারবার বলতে হয়। পড়তে বসো, পড়তে বসো, গোসল করো, গোসল করো।
আমাদের সাথে কোথাও বেড়াতে যেতে চায়না। বাসায় গেস্ট আসলে সামনে যায়না। এককোনে মোবাইলে মুখ গুজে থাকে।
প্রায়ই মারামারি করে, কারণে অকারণে টাকা চায়। টাকা না দিলে ভাংচুর করে
নিয়মিত গোসল করেনা। ঘর অপরিষ্কার রাখে
একই কথা বারবার বলে, একই কাজ বার বার করতে থাকে। গোসলে গেলে ২/৩ ঘন্টা সময় লাগায়
সবসময় মন খারাপ করে থাকে
শিশু কিশোরদের সমস্যা
বাবা মা আমাকে বোঝেনা
আমাকে কোনো সিদ্ধান্ত নিতে দেয়না
বাবা-মা সবসময় আমার উপর গোপনে নজর রাখে , আমি বুঝতে পারি
আমার বন্ধৃুদের মোবাইল আছে, আমার নাই
বাবা-মা সবসময় অন্যদের সাথে আমাকে তুলনা করে
বন্ধুরা আমাকে বুলি (উত্যক্ত) করে, খ্যাপায়
আমি ইচ্ছামত বন্ধুদের সাথে ঘুরতে পারিনা
আমি জানিনা কেন আমার এত রাগ হয়, আমি রাগ করতে চাইনা, তবুও রাগ উঠে যায়
আমার মনে নানান রকম খারাপ চিন্তা আসে। আমি চাইনা তবুও চলে আসে।
আমি মাস্টারবেট করি। করতে চাইনা। কিন্তু না করলে অস্থির লাগে।
সবসময় মন খারাপ থাকে। কেন থাকে তাও জানিনা। সবসময় নিজেকে ছোট মনে হয়, আত্মবিশ্বাস নাই
কোনো কাজ করতে উৎসাহ পাইনা।
আমার রাতে ঘুম হয়না। দিনের বেলা ঘুম বেশি আসে। এটাকে আমি বড় সমস্যা মনে করিনা
আমার সাথে খারাপ কিছু একটা ঘটেছে। কিন্তু আমি বাবা-মাকে ভয়ে বলতে পারছিনা। যদি উনারা আমাকেই দোষ দেয় তাই ।
আমার কোনো পড়া লেখা মনে থাকেনা। পড়ায় মন বসেনা।
আমার কোনো বন্ধু নেই। নিজেকে একা লাগে।
বেচে থাকতে ভালো লাগেনা, জীবনটা ভারী বোঝা হয়ে উঠেছে
করবো করবো করে কিছু করা হয় না )
মানসিক স্বাস্থ্যের ইস্যুসমূহ
বিষন্নতা
আত্মবিশ্বাস কম
অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার
এংগার কন্ট্রোল
মাদকে আসক্তি
ইন্টারনেটে আসক্তি
উদ্বিগ্নতা
নিজের ক্ষতি, আত্মহত্যা প্রবণতা
সম্পর্কের জটিলতা, সম্পর্কগুলো মানিয়ে চলা
অপরাধের সাথে জড়িয়ে পড়া